ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী আহত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামের গরু ব্যবসায়ি শাহাজান আলি (৪০) সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ ) দুপুরে চুুুুয়াডয়া সদর উপজেলার সরোোজগজ্ঞ – আন্দুলবাড়িয়া সড়কের বাজদিয়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, শাহাজান আলি সকালে বাড়ি থেকে দুইটি গরু নিয়ে স্যালোইজ্ঞিন চালিত কথিত নছিমন যোগে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে যাচ্ছিল। পথে গাড়ির বেপরোয়বা গতির কারনে বাজিদয়ার মোড়ে নিয়ন্ত্রণ হরিয়ে খাদে চলে যায়। এতে গাড়ি দুমড়ে মুচড়ে যায় ও শাহাজান গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে পাশে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।