কালীগঞ্জে নব-নির্বাচিত মেয়র আশরাফের দায়িত্ব গ্রহণ

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ দায়িত্ব গ্রহন করেছেন। এই উপলক্ষে রবিবার সকালে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী, কালীগঞ্জ মটর মালিক সমিতির সহ-সাধারন সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসূল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি তোরাব আলী প্রমূখ।
এসময় পৌর সভার সকল পৌর কাউন্সিলর, পৌরসভার সচিবসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রকে উপস্থিত অতিথিবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। নব-নির্বাচিত মেয়র আশরাফ পৌরসভার সকল নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনা সভাশেষে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।