ঝিনাইদহ সদর
মহান স্বাধীনতা দিবসে ঝিনাইদহ নৃত্যালয় একাডেমীর বিশেষ আয়োজন

ঝিনাইদহের চোখঃ
মহান স্বাধীনতা দিবসে ঝিনাইদহ নৃত্যালয় একাডেমীর বিশেষ আয়োজন করে। VIVID APSARA COLOR এর সৌজন্যে এ চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এ সময় রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা বানু সাথী। এ সময় আরো উপস্থিত ছিলেন নৃত্যালয় একাডেমীর পরিচালক আসিফ উল ইসলাম পাপ্পু।
প্রতেযোগীতা শেষে প্রধান অতিথি সকল বজিয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।