অন্যান্য
ফ্লাইওভারে আটকে গেল দোতলা বাস
ঝিনাইদহের চোখ ডেস্ক: সারাদেশ সড়ক দুর্ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে সড়কে। তখনই বাস ফ্লাইওভারে আটকে পড়ার একটি ছবি ভাইরাল হয় ইন্টারনেটে।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বিশ্বরোডে ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় আটকে গেছে বিআরটিসির দোতলা বাস।
এই ঘটনার সময় বাসটিতে অবস্থানরত কয়েকটি যাত্রী নিরাপদেই নেমে পড়ে। ছবিতে দেখা গেছে বাসটি উপরের অংশ ফ্লাইওভারে নিচের ছাদের সাথে আকটে গেছে এবং বাসের একপাশ হেলে চাকা মাটি থেকে উপরে উঠে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার উল্টো পাশ দিয়ে বিশ্বরোডের দিকে যাচ্ছিলো। কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যেতে ফ্লাইওভারের নীচে বাসটি আটকা পড়ে।