ঝিনাইদহ সদর
ঝিনাইদহে রী শ্রী রাধা কুঞ্জ সেবা আশ্রম লীলা কীর্তন সম্পন্ন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের আরাপপুরে…শ্রী শ্রী রাধা কুঞ্জ সেবা আশ্রম লীলা কীর্তন মহোৎসবের আজ শেষ হয়েছে।
শেষ দিনে ভক্ত বৃন্দের মধ্যে বস্ত্র বিতরণ করেন “খালেদা খানম” এমপি, সংরক্ষিত মহিলা আসন, ঝিনাইদহ ও মাগুরা, এবং কনক_কান্তি_দাস” চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ ও যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ।