ঝিনাইদহে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামিম হাসান, ঝিনাইদহের চোখঃ
“যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার” এই স্লোগানকে সামনে রেখে মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় জেলা সংসদীয় বিতর্ক উৎসব এর কোয়ার্টার ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে, ঝিনাইদহ পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন, ঝিনাইদহের সার্বিক ব্যবস্থাপনায় এই পর্বে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আব্দুল হাই এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র ও পৃষ্ঠপোষক সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, পৌর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুল ইসলাম,ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আহবায়ক শুভ কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম প্রতিযোগিতার মাধ্যমে ফাইনালের জন্য উত্তীর্ণ হয় সদর উপজেলার সরকারি নুরুননাহার মহিলা কলেজ ও কোটচাঁদপুর উপজেলার এসডি ডিগ্রী কলেজ। বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে,কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসারের মাধ্যমেই বেকারত্ব দূরীকরণ সম্ভব”।