ঝিনাইদহে ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়ন অফিস উদ্ভোধন

ঝিনাইদহের চোখঃ
আমি ছিন্ন মুলের মানুষ আমিও আপনাদের মত একজন। আমি দুই কাঠা জমিতে বিভিন্ন জাইগা থেকে গাছের বীজ কুড়িয়ে নার্সারি তৈরি করে সেই নার্সারি থেকে উৎপাদিত চারা বিক্রয় করে একজন সফল নার্সারি মালিক হিসাবে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পুরুস্কার পেয়েছি। আপনারা জানেন আমার সেই নার্সারির নাম উদ্ভাবনী নার্সারি। আমার অফিস রাস্তার ধারে ফুৎপাতে। আমি আপনাদের লোক হয়েই থাকতে চাই।
রোজ সোমবার ১লা এপ্রিল ঝিনাইদহ নতুন হাটখোলার সামনে ঝিনাইদহ ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধনের সময়ে প্রধান অতিথি হিসাবে এই কথা গুলি বলেছেন ঝিনাইদহ মাগুরা সংরক্ষিত মহিলা সংসদ খালেদা খানম।
ঝিনাইদহে ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন ঝিনাইদহ ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়ের সভাপতি মীর আলম গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক রাজু আহামেদ মিজান ও ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়ন ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক আশারাফুল আলম প্রমুখ। উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা ছিন্নমুল হকার্স শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।