ঝিনাইদহে শিক্ষা-প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলো বেহাল!

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে বই আছে, পাঠক নেই। অনেক লাইব্রেরির অবস্থা জরাজীর্ণ, করুণ দশা। নেই লাইব্রেরিয়ান।
জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয় আছে ২৭৫টি, কলেজ আছে ৮৮টি এবং মাদ্রাসা আছে ১৪৬টি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির দৃশ্য প্রায় অভিন্ন।
ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজটির প্রতিষ্ঠাকাল থেকে কোনো লাইব্রেরিয়ান নেই। জোড়াতালি দিয়ে লাইব্রেরি চালানো হচ্ছে। লাইব্রেরিতে ১০ হাজার বই থাকলেও পাঠক নেই। জেলার বেশিরভাগ লাইব্রেরির একই দৃশ্য।
কোনো কোনোটির পৃথক কোনো লাইব্রেরি রুম নেই। জরাজীর্ণ এক রুমের ভেতর এলোমেলোভাবে বই রাখা হয়েছে। কালে-ভদ্রে খোলা হয়। শিক্ষার্থীদের বসার কোনো ব্যবস্থা নেই।
শৈলকুপা পাইলট স্কুলের ছাত্র গালিব হাসান জানান, তিনি লাইব্রেরিতে যান না। লাইব্রেরি খোলাও হয় না।
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, লাইব্রেরিতে বই থাকলেও পাঠক নেই। শুরু থেকে কোনো লাইব্রেরিয়ান নেই।
ভাটই হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া বলেন, তার স্কুলে লাইব্রেরির অবস্থা নাজুক। ছাত্ররা বই পড়ার চেয়ে ফেসবুক চালাতে ব্যস্ত থাকে।
জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোর অবস্থা বেহাল। শিক্ষার্থীরা যাতে লাইব্রেরিমুখী হয় তার উদ্যোগ নেওয়া হবে।