ঝিনাইদহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহের চোখঃ
“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তির অধিকার”প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ঝিনাইদহের হলিধানী আঃ রশিদ মিয়া প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
২ই এপ্রিল, মঙ্গলবার সকালে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহণে হলিধানী বাজারে র্যালিটি প্রদর্শন করে। মোঃ আঃ রশিদ মিয়া প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ মিয়া । আরো উপস্থিত ছিলেন ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ শফি, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানোয়ার হোসেন প্রমুখ।