ঝিনাইদহে আদম ব্যাপারীর খপ্পরে অনেক পরিবার

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর এবং কোটচাঁদপুর উপজেলার সীমান্তে কয়েকটি গ্রামে প্রায় ১৫-১৬ জন যুবক বিদেশে প্রতারিত হয়ে, জেলখেটে ও জরিমান দিয়ে বাড়িতে ফিরে হতাশার জীবন যাপন করছে। আবার দালাল সাথে বিদেশ নিয়ে যাবার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে দালাল নিজেই বিদেশ পাড়ি জমিয়েছে।
অনেক সময় দালালদের নামে মামলা করলেও পরে টাকা ফেরৎ পাওয়ায় আশায় মিমাংসায় রফা করা হয়েছে। কিন্তু রফায় টাকা যেমন ফেরৎ পাওয়া সম্ভব হচ্ছেনা। তেমনি দালালদের আইনে শাস্তির মুখোমুখো করা সম্ভব হয়না। ভুক্তভোগি পরিবারের লোকজন এবং গ্রামবাসির নিকট এ তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের মনজের আলির ছেলে মহসিন আলি (৩৫), তোফাজ্জেল হোসেনের ছেলে লালচাঁদ (৩২) এবং দাউদ হোসেনের ছেলে মনির হোসেন (৩৩) বিদেশি টাকায় ভাগ্য পরিবর্তনের জন্য সৌদিতে গিয়ে প্রতারনা শিকার হয়েছেন। সেখানে কাজতো দুরে থাক জেল জরিমানাসহ নানা কষ্টের মধ্যদিয়ে কোন রকম আবার বাড়িতে ফিরে এসেছেন।
তারা জানান, পাশে আসাননগরের দালাল শহিদুল ইসলামের নিকট প্রতিজনকে সাড়ে ৫ লাখ টাকা চুক্তিতে সৌদিতে যায়। সেখানে যাবার পর নানান কষ্ট আর জেল জরিমানা দিয়ে আজ বাড়িতে ফিরে এসিেছ। অন্যদিকে দালালও সৌদিতে পাড়ি জমিয়েছে। এখন পরের ক্ষেতে দিন হাজিরায় কাজ করা ছাড়া কোন উপায় নেই।
এছাড়া মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামের মশিয়ার রহমান সৌদিতে এবং আনন্দবাজারের মশিয়ার রহমান, মহামায়ার তুিহন আক্তার মলয়েশিয়ায়, বাজার গোপালপুরের সাগর কাতারে গিয়ে প্রতারনার শিকার হয়েছে।
এদিকে পাশে কোটচাঁপুর উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুস কুদ্দুস, আজিবার রহমান, আলি হোসেন, রাসেল হোসেন, আব্দুল মজিদ, বাজার গোপালপুরের জসিম উদ্দিন, সারুটিয়ার ইমন আলি এবং শ্রীপুর গ্রামের লাল্টু মিয়াকে দালাল নিজে সাথে করে মালয়েশিয়ায় নিয়ে যাবে। সেখানে শ্রমিকের চুক্তিতে সাড়ে ৩ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে দালাল আজবার রহমান নিজেই মারয়েশিয়ায় চলে গেছে। এখন এই সকল যুবকেরা স্বর্বশান্ত হয়ে। কেউ মাঠের শ্রমি আবার কেউবা বেকার হাতাশার জীবণ পার করছে।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট মোবাইলে যোগাযোগ করা হলেও, তিনি ফোনটি রিসিভ করেনি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খাঁন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিবেন বলে তিনি জানান।