জানা-অজানা
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ব্যাঙ
ঝিনাইদহের চোখঃ
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির ব্যাঙ এটি। আফ্রিকা একটি দ্বীপ উপকূল থেকে এমন প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন গবেষকরা। সম্প্রতি মাদাগাস্কারে বিশ্বের সবচেয়ে এই ছোট ব্যাঙের আবিষ্কার করা হয়েছে।
এটির নাম দেওয়া হয়েছে ‘মিনি মাম’। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ছোট মা ব্যাঙ এতটাই ছোট আকৃতির, আপনি চাইলে অনায়াসেই আপনার নখের ওপর বসিয়ে রাখতে পারবেন।
গত সপ্তাহে ‘প্লোস ওয়ান’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।