জানা-অজানা

ধরা পড়ল বিশ্বের সবচেয়ে বড় অজগর

ঝিনাইদহের চোখঃ

বিশ্বের ‘সবচেয়ে বড়’ অজগর ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।এটি একতলা ভবনে চেয়েও দীর্ঘ। লম্বায় ১৭ ফুট। ওজন কত ৬৪ কেজি। ফ্লোরিডার গবেষকরা বলছেন, এটি বিশ্বের সবচেয়ে বড় অজগর।

অজগরটি বার্মিজ প্রজাতির। দক্ষিণ ফ্লোরিডার জাতীয় উদ্যান ‘বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ’-এর ফেসবুক পেজে নারী অজগরটির ছবি প্রকাশ করা হয়েছে। ফেসবুক পেইজে অজগরটির ছবিও দেয়া হয়েছে। এতে দেখা গেছে, চারজন লোক মস্ত বড় এই অজগরটি ধরে আছেন। গবেষকরা বলেন, অজগরটি দক্ষিণ ফ্লোরিডায় পাওয়া এযাবৎকালের দীর্ঘতম সাপ। এই জাতীয় সাপ হরিণ কিংবা কুমির সহজেই গিলে খেয়ে ফেলতে পারে।

পুরুষ পাইথনের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে এটি ধরা হয়েছে। বাচ্চা ফুটাতে বসা ৭৩টি ডিমসহ এটি ধরা হয়।

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button