ঝিনাইদহ সদর
ঝিনাইদহে বতর শুরু

ঝিনাইদহের চোখঃ
বিসমিল্লাহ বলে কৃষকরা বতর শুরু করে দিয়েছেন। এখন তাদের বিন্দু মাত্র ফুসরাত নেই। মাঠের পর মাঠ সোনালী ধানের ঝিলিক। এতো ঝড় আর শিলাবৃষ্টি, তারপরও আলহামদুলিল্লাহ আবাদ ভাল হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষক আর কৃষানীর মুখে হাসি ফুটে উঠেছে। পাওয়ানাদার, এনজিও আর সার কীটনাশকের দোকানদাররা মুখিয়ে রয়েছে। মাঠে দেখলাম কৃষকের ঘর্মাক্ত শরীরে লেগে আছে জামা কাপড়।
কৃষকের বক্তব্য, তীব্র গরমে হাসফাঁস জীবন। তারপরও থেমে নেই ধান কাটা। নবান্নের উৎসব বলে কথা। চলমান বতর (নবান্ন) যাতে নির্বিঘ্নে কৃষকরা সম্পন্ন করতে পারেন সেই প্রত্যাশা থাকলো।