ঝিনাইদহ সদর
ঝিনাইদহে দু’দল গ্রামবাসির সংঘর্ষে আহত ১৫

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটিতে এনজিও’র কিস্তি আদাকারির বসা নিয়ে দু’দল গ্রামবাসির মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে সাধুহাটি গ্রামের বালিকা বিদ্যালয় পাড়ায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হল- সেলিনা খাতুন(৩০), সুজন হোসেন (২২), শাহিন আহম্মেদ (৪২), মহসিন আলি (৪৩), ইদ্রিস আলি (৪৩), আলি কদর (৪৫), নুরু মিয়া (৩০), দীন মোহাম্মদ (৬০), নিমল হোসেন (৪৫), নুর ইসলাম (৪৫)। এছাড়া অন্যদের স্থানীয় এবং পাশ^বর্তি চুয়াডাঙ্গার বদরগজ্ঞ ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।