ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রম
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে আটকে পড়া প্রায় ৭০ হাজার টাকা দামের গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মিরা।শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মিরা খবর পেয়ে গনপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়ে আটকে থাকা গরু টি স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাচির ভেঙ্গে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মিরা। আটকে পড়া গরুর মালিক ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়ার মৃত মঙ্গনদ্দীন আহমেদ পুত্র রফিকুউদ্দীন মজনুু।
গরুর মালিক রফিকুউদ্দীন মজনুু জানান,বৃহস্পতিবার সন্ধার পর গরুটির সন্ধান পাচ্ছিলাম না। সকালে খবর পেয়ে জানলাম, সকাল ১০টায় ফায়ার সার্ভিসের কর্মিরা খবর পেয়ে গনপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়ে আটকে থাকা গরু টি স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাচির ভেঙ্গে উদ্ধার করেছে।এসময় উপস্থিত ছিলেন ও উদ্ধার কাজে সহযোগিতা করেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিছুর রহমান কারু,ভাস্তে রুবেলসহ স্থানীয় দোকানীগন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়,দীর্ঘ সময় আটকে থাকা গরু টি প্রাচির ভেঙ্গে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মিরা। আটকে পড়া গরুটির দাম প্রায় ৭০ হাজার টাকা।সুস্থ অবস্থায় গরুটি উদ্ধার করলেও গরুর মালিককে পশু ডাক্তারের দেখানোর কথা বলা হয়েছে।