পাঠকের কথা
আফসোস ও দুশ্চিন্তা–সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
ও আমার বাংলা মা
তোমার বুকে শুয়ে আর দেখিনা স্বপ্ন সুধা
রাত কেটে ভর হলেও আলো যেন আর আসেনা
হিংস্র সব হায়েনা থাবা মারে আচমকা
নুসরাত, তনু, ইয়াসমিন, বাদ যায় না দুই বছরের দুধের শিশুও,
ধর্ষকের করাল থাবায় আর যাবে কত
নিষ্পাপ প্রাণ।
ধর্ষক বেড়ে উঠে প্রভাবশালীর ছত্রছায়ায়
ধর্ষকদের বিচার হয় না ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে,
আমার সন্তান ঘর থেকে বের হলে
না ফেরা অবদি আমি থাকি দুশ্চিন্তায়।
প্রশাসন আছে শাসন নাই
আইন আছে বিচার নাই।
স্বাধীন দেশে আমরা স্বাধীন বলে মহান নেতারা,
বলো নারীকে কে দিবে নিশ্চিত নিরাপত্তা?
মঞ্চে ,সেমিনারে বড় বড় নীতি কথা কে মরলো কে বাঁচলো কেও কারো খোঁজ রাখেনা ।
আফসোস শুধু এটাই আমরা বাঙালি মানুষ হবো কবে আমরা।
রবীন্দ্রনাথের সেই কথাগুলি আজ মনে পড়ে গেল, “সাত কোটি সন্তানের হে বঙ্গ জননী বাঙালি করেছো মানুষ করোনি “