ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মেলায় যেতে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মেলায় যেতে না দেয়ায় কীটনাশকপানে সাথী খাতুন (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাথী গোবরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে স্থানীয় শাহপুর ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের নজরুল ইসলাম ছানা জানান, সকালে সাথী পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে মেলায় যেতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন তাকে যেতে নিষেধ করে। এরপর সে অভিমানে দুপুর সাড়ে ১২টার দিকে কীটনাশক পান করে। এ সময় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।