ঝিনাইদহ সদর
ঝিনাইদহে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শব্দদূষণের জন্য দায়ী গাড়ির হাইড্রোলিক হর্ন অপসারণ কাজ শুরু করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধ-শতাধিক হর্ন জব্দ করা হয়।
ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, ‘শব্দ ও পরিবেশ দূষণ থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে অভিযান চালানো হয়। এসময় ট্রাক, পিকআপ, বাস ও থ্রিহুইলার থেকে এসব হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। তবে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এসময় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।’