ঝিনাইদহ সদর

গৃহহীন রেশমার পাশে ঝিনাইদহ পৌর মেয়র

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের ৬ বছর যাবৎ নিরুদ্দেশ থাকা বাক্কার স্ত্রী রেশমা বেগম তিনটি নাবালোক সন্তান এবং বৃদ্ধ শ্বাশুড়ীকে নিয়ে খোলা আকাশের নিচে গত ৫ রাত ৫ দিন অতিবাহিত করছিল।

অসহায় রেশমা জানান, পরপর দুইবার ঝড়ে উড়ে যায় আমার ঘরের টিন। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ি। কয়েকদিন পরপর একরকম খোলা আকাশের নিছে থাকতে হয়েছে। শুধু চোখের জল ঝরছিল। কিন্তু কিছুই করার ছিল না আমার। এমন সময় ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু আমাকে তার পৌরসভায় ডেকে পাঠান। তারপর মেয়র মহোদয় আমাদের পরিবারটিকে নতুন টিনের ব্যবস্থা করে দেন।

উল্লেখ্য ঝিনাইদহের জনপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল “ঝিনাইদহের চোখ” এ এই মানবিক আবেদনের সংবাদটি প্রচারিত হয়। তারপর আওয়ামীলীগের ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর দৃষ্টিগোছর হওয়ায় তিনি দুস্থ্য পরিবারটিকে সহোযোগিতার ইচ্ছা পোষণ করেন। তিনি অসহায় রেশমাকে তাৎক্ষণিক ১২ পিচ নতুন টিনের ব্যবস্থা করে দেন।

টিন প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button