জাতি সত্ত্বা- সালমা ইসমাম
ঝিনাইদহের চোখঃ
আমাদের অস্তিত্ব বিলীন হবে
থাকবে না কোন জাতি সত্ত্বা
আমাদের থাকবে না কোন অধিকার,
হয়তো থাকবে না স্বাধীনতা।
আমরা অবরুদ্ধ হতে হতে মুক্ত হতে ভুলে যাব, বাক রুদ্ধ হতে হতে আমরা বোবা হব।
আমাদের গনতন্ত্রের দুয়ার অবরুদ্ধ কর না
গনতন্ত্র পেয়েছি ভাইয়ের রক্ত, মা বোনের ইজ্জতের বিনিময়,
ভেবো না তোমরা আমরা অন্য জাতি,
আমাদের জন্ম এই বাংলায়,
বঙ্গ মাতার জঠরে।
আমরা দেশদ্রোহী নয়, আমরা দেশের মঙ্গল
কামনায় জীবন বাজি রাখি,
আমাদের গর্ব আমরা বাঙালি জাতি।
আমাদের গর্ব আজ ধুলায় লুটাই,
আমরা করি জালিয়াতি।
বেইমানি তো মীরজাফরের রক্তে
তবে আমরা কি তাদের দলে?
আমরা ছোট ছোট হতে হতে ভুলে যাচ্ছি জাতিসত্ত্বা,
যে বাঙালি মুক্তির নেশায় দেশের জন্য রক্ত দিয়েছিল নির্দ্বিধায়,
সেই বাঙালি আজ নির্লজ্জ ক্ষমতার নেশায়।
ভাবছো লুঠেপুঠে সব নিবে কেড়ে
দেখবে জনতা চেয়ে চেয়ে,
এ দেশ, এ পতাকা আপামর জনতার।