ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সিনিয়র আইনজীবী এম এ মোত্তালিব’র ইন্তেকাল
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের সিনিয়র আইনজীবী, সাবেক পিপি, মানবাধিকার কর্মী ও ১৯৭১ সালের রনাঙ্গনের অকুতোভয়ী বীর মুক্তিযোদ্ধা এম এ মোত্তালিব আজ বৃহষ্পতিবার রাত ১০ -১০ মিনিটে ঢাকার হৃদরোগ ইনিষ্টিউটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি —– রাজেউন )।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর।
তিনি, মাতা স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, দুই পুতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্বিয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা ওয়াজির আলী ঈদগাঁও ময়দানে নামাজে জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।