ঝিনাইদহ সদর
ন্যাশনাল প্রেস সোসাইটি চেয়ারম্যানের ঝিনাইদহে আগমন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) চেয়ারম্যানের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এনপিএস এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভার সভাপতিত্ব করেন (এনপিএস) ঝিনাইদহ জেলার সভাপতি এম এ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বদিরুজ্জামান এপো, খুলনা বিভাগীয়(এন পি এস) এর সমন্বয় কারী ও জেলার সাধারণ সম্পাদক বি এম রাজিব হাসান(রাজু), সহ-সভাপতি (এন পি এস) অপু কামাল, জেলা কমিটি সহ-সভাপতি ইউসুফ আলী জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মানিক, মোঃ জাহিদুল ইসলাস।
ঝিনাইদহ সদর পৌর শাখার আহবায়ক মোঃ সালাম হোসেন ও যুগ্ম আহবায়ক হন আতিকুল হক আতিক, হাবিব চৌধুরী আসাদুজ্জামান সহ আরো অনেকে উপস্থি ছিলেন।