ঝিনাইদহে নদী রক্ষার্থে মানববন্ধন
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
যুবরাই লড়বে সবুজ প্রকৃতি গড়বে শ্লোগান নিয়ে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলো দখলমুক্ত, দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১৯এপ্রিল) দুপুরে শহরের পোষ্টঅফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজনে করে পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ঝিনাইদহ জেলা শাখা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার প্রধান সমন্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান। মোঃ আকিবুল ইসলাম,আলামিন খান সোহেল, তানভির রহমান, ইমতিয়াক আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, জেলার নদ নদীগুলো একের পর এক দখলে পড়ে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। বার বার এগলো দখলমুক্ত করে খননের জন্য প্রশাসনের কাছে দাবি জানালেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই সরকারের কাছে দাবি যেন অচিরেই নদীগুলো যেন দখলমুক্ত করে খনন করা হয়।