ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে সন্ত্রাসীর গুলিতে ব্যবসায়ী নিহত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে দূর্বৃত্তদের গুলিতে জামিরুল ইসলাম জামির (৩৫) নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মধুহাটি ইউনিয়নের কুবিরখালি মাঠে সংলগ্ন রাস্তায় এঘটনা ঘটে। নিহত জামির মধুহাটি ইউনিয়নের কুবিরখালি গ্রামের মজনুর রহমানের ছেলে ও পাশে জিয়ানগর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী।
ঝিনাইদহের ওসি মিজানুর রহমান খাঁন বলেন, বাজাওে হার্ডওয়ার ব্যবসায়ী জামির রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে যাচ্ছিল। পথের মধ্যে দূর্বৃত্তদের কলা গাছ ফেলে গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা বুকে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তিনি আরো জানান।