ঝিনাইদহ সদর
ধর্ষকের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী, ষড়যন্ত্রকারী, ও দায়িত্বে অবহেলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিবিপি) এর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিবিপির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকন, সাধারন সম্পাদক কমরেড স্বপন বাগচী প্রমুখ উপস্থিত চিলেন।
এসময় বক্তারা এই ধরণের নৃশংস ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত ও দায়িত্বে অবহেলা কারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।