ঝিনাইদহ সদর
ঝিনাইদহ জেলা যুবদলের পরিচিতি সভা
ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম এম মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, এম এ মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, এনামুল কবির মুকুল, শাহজাহান আলী, রেজাউল ইসলাম, আবুল বাশার বাশি, মোস্তাক, ডা: ইব্রাহিম রহমান বাবুসহ জেলা, উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।