ঝিনাইদহে স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহের চোখঃ
ভেকু মেশিন দিয়ে মাটি কেটে স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল ইসলাম প্রমূখ। শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
আলোচনা শেষে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে এমপি আনার মাটি কেটে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।