ঝিনাইদহ সদর
ঝিনাইদহ র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের চোখঃ
অদ্য ২০ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বেগমপুর চিলমারী পাড়া (ফুলতলা) গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ১৩.৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বেগমপুর চিলমারী পাড়া (ফুলতলা) গ্রামস্থ জনৈক বাবু প্রধান এর বাড়ীর সামনে (পূর্বপাশে) অভিযান পরিচালনা করে ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ জহুরা খাতুন (৪০), স্বামী-বাবু প্রধান, সাং-বেগম চিলমারীপাড়া (ফুলতলা), থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।