দেওয়ালে ড্যাম্প ও স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়
ঝিনাইদহের চোখঃ
আপনার ঘরের দেওয়ালের এই ড্যাম্প থেকে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। তবে চিন্তার কিছু নেই! জেনে নিন কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমে ঘরের দেওয়ালের যে সব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন। এমন অনেক সময় হয় যে, কোনো জায়গা থেকে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার ফলে দেওয়ালের কোনো অংশ দিনের পর দিন ভিজে থাকে। ফলে দেওয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। তাই প্রথমেই ড্যাম্পের উৎসস্থলটা চিহ্নিত করা জরুরি।
ঘরের দেওয়ালে পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে।
ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন। অনেক সময় সেখান থেকেও পানি চুঁইয়ে দেওয়াল নষ্ট হতে পারে। তাই বর্ষার আগেই ব্যবস্থা নিন।
অনেক সময় দীর্ঘদিন কোনো আসবাব দেওয়ালে ঝোলানো থাকলে সেখানে ড্যাম্প ধরে যায়। এ ক্ষেত্রে কিছুদিন পর পর আসবাবপত্রের জায়গা পালটে ফেলুন।
চেষ্টা করুন ঘর যাতে দিনের বেশির ভাগ সময় খোলামেলা থাকে। কারণ, বদ্ধ ঘরে অতিরিক্ত জলীয়বাষ্প বা আদ্রতা জমে দেওয়ালে ড্যাম্প পড়ার আশঙ্কা থাকে।
অনেক সময় বাড়ির ছাদে ফাটল ধরে জল চুঁইয়ে ঘরের ভিতরে ছাদের অংশে বা দেওয়ালে ড্যাম্প ধরে। এ ক্ষেত্রে দেওয়াল ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে বাঁচাতে ছাদের ওই ফাটল মেরামত করা জরুরি।
এছাড়াও বাজারে উপলব্ধ ‘মোল্ড রেজিস্ট’ রং বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। এগুলো ঘরের দেওয়ালকে ড্যাম্প পড়ার হাত থেকে দীর্ঘদিন রক্ষা করতে সক্ষম।