ঝিনাইদহে ব্রীজের মুখে মাটি ভরাট, জলাবদ্ধতা সৃষ্টি, কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন মাঠে পুকুর খনন করে জলাবদ্ধতা সৃষ্টির মহোৎসবে পরিণত হয়েছে। তার পরও দেখার কেউ নেই।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোবিন্দপুর যাবার একমাত্র রাস্তা জিবনা হতে আইনাল দফাদারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে পুকুর খনন করাই যেমন রাস্তার ভাঙ্গন ধরেছে অন্যদিকে ব্রীজের মুখ বন্ধ করে দেওয়াই এবছর একটু বৃষ্টি হলেই কৃষকের কয়েক হাজার বিঘা জমির ধান পানির মধ্যে ডুবে থাকবে।
বিষয়টি নিয়ে গোবিন্দপুর ওয়ার্ড মেম্বর আমিরুল ইসলাম জানান, মেম্বর হিসাবে পুকুরের মালিকদের অনেক বলেছি কিন্তু কে শোনে কার কথা, আমি সরকারের কাছে আবেদন করবো যেন বিষয়টি সমাধানের জন্য দ্রæত পদক্ষেপ গ্রহন করেন।
এদিকে মাঠের কৃষক জামাল,হেলাল ,আক্কাছ জানান, যদি পানি না বের হয় তবে এই মাঠের ধান আর হবে না ।
পুকুরের মালিক হাফিজুর রহমান জানান, আমি পুকুর কাটতাম না, যখন সবাই পুকুর কেটেছে আর আমার জমি ন্ষ্ট হচ্ছে তখন আমিও পুকুর কেটেছি। তবে এলাকাবাসী মনে করছে কতৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলেই এর সমাধান হবে।