ঝিনাইদহে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন ছবিআকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ নলডাঙ্গা ভ’ষন শিশু একাডেমিতে অনুষ্টিত ওই ছবি আকা প্রতিযোগিতার উদ্বোধন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহমেদ। অত্র বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিশু ছাত্রছাত্রীর অংশগ্রহনে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের আগামী ২৯ মার্চ উপজেলা জাতীয় পুষ্টি দিবসের অনুষ্টানের মাধ্যমে পূরস্কৃত করা হবে।
এ উপলক্ষে প্রতিযোগিতা শুরুর আগে বিদ্যালয়ের অধ্যক্ষ শাহী আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর পরিসংখ্যানবিদ মাইনুর হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুজ্জামান রাবুল, সূবর্ণ সাহা, হারুনুর রশিদ, সিনিয়র শিক্ষক সুজিত বাবু, শিক্ষক প্রতিনিধি আব্দুল হামিদ ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।