ক্যাম্পাসশৈলকুপা

ঝিনাইদহে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকবৃন্দ, শিক্ষিকাকে অবাঞ্চিত ঘোষনা

আব্দুর রহমান মিল্টন, ঝিনাইদহের চোখঃ

ফৌজদারী মামলা ও দুর্ণীতির অভিযোগে প্রধান শিক্ষিকার অপসরণ দাবিতে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক-কর্মচারীবৃন্দ। এছাড়া প্রধান শিক্ষিকাকে অবাঞ্চিত ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে । আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের মোট ৪০জন শিক্ষক-কর্মচারী এক মিটিং ডেকে এ সিদ্ধান্ত নিয়েছে । তারা প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারের কক্ষ সহ সকল শ্রেণী কক্ষ, ল্যাব ও অন্যান্য কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এসময় প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে ছিলেন না ।

শিক্ষক-কর্মচারীদের ঘোষনা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, বিদ্যালয় কে বাঁচানো ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আলোচনা সভা হয় । আর্থিক দুর্ণীতি, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সাথে সর্বদা দুর্ব্যবহার, চাকুরী থেকে শিক্ষক-কর্মচারীদের অপসরণের হুমকি, বিদ্যালয়ের শৃঙ্খলা না মানা সহ ফৌজদারী মামলার আসামী হওয়ায় প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার কে অবাঞ্চিত ঘোষনা করা হলো । এছাড়া অবিলম্বে তার পদত্যাগ করার দাবি জানানো হয়েছে ।

প্রসঙ্গত এ ঘটনার কিছুদিন আগে বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকার অপসরণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button