ভিজিডি’র ২৪০ বস্তা চাল জব্দ

ঝিনাইদহের চোখ:
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ভিজিডি’র ২৪০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে ওই এলাকার একটি শেড থেকে চালগুলো জব্দ করা হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফাজ উদ্দীন জানান, মাত্রাই ইউনিয়ন পরিষদের আওতায় গতকাল গরীব-দু:খী কার্ডধারী মানুষের মাঝে ভিজিডি’র বরাদ্দকৃত ৪২৫ বস্তা চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। একসময় বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি শেডের মধ্যে ২৪০ বস্তা চাল রাখা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে মালিক বিহীন ওই চালগুলো জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে চালগুলো উদ্ধারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হান্নান মন্ডল বলেন, সকাল ৯টা থেকে ৪২৫ জন উপকারভোগীর মাঝে আমরা চাল বিতরণ করি। এরমধ্যে ২৮ জন অনুপস্থিত থাকায় সেই চালগুলো আমাদের পরিষদে রাখা হয়েছে। তবে পরিষদের বাহিরে একটি শেডে কারা চালগুলো রেখেছিল, তা আমার জানা নেই।
সুত্র: এফএনএস