ঝিনাইদহের কালীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহের চোখঃ
কালীগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা (উপজেলা পর্যায়ে) অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোবেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহষ্পতিবার দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ পরিচালক সাইফুর রহমান খান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামান। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, সুধীজন, উন্নয়ণ কর্মী,ধমীয় নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অগ্রাধিকার (৩৯+১) সুচকসমুহ সম্পর্কে আলোচনা, অগ্রাধিকার সুচকসমুহের বিপরীতে স্থানীয় করনীয়,প্রাথমিক ভাবে স্থানীয় অগ্রাধিকার সুচক নির্ধারন ও এসডিজি স্থানীয়করনের ক্ষেত্রে নাটোর মডেল সম্পকে ধারণা প্রদান করা হয়।