ঝিনাইদহ সদর
চিন্তায় ঝিনাইদহের কৃষক
ঝিনাইদহের চোখঃ
ঘূর্ণিঝড় ফণী নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে কৃষক। মাঠভরা ধান। এখনো ধান তেমন পাকেনি। ধানের শিষ ভারী হয়ে যাওয়ায় এখন একটু জোরে বাতাস হলেই মাটিতে লুটিয়ে যাবে গাছ। এ নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষকরা।
কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের কৃষক মাসুদ আলী জানান, এ বছর তিন বিঘা জমিতে ধান লাগিয়েছি। ধান মাত্র পাকা শুরু করেছে। ফলন খুব ভালো হয়েছে কিন্তু ঘূর্ণিঝড় হলে ধানগাছ সব পড়ে যাবে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হবে।