
ঝিনাইদহের চোখঃ
এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।
সোমাবার দুপুরে যশোর শিক্ষা বোর্ড থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবারের এসএসসি ক্যাডেট পরীক্ষায় ৫৫ জন অংশ গ্রহন করে সকলেই জিপিএ-৫ পেয়েছে ।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান জানান, এ বছর ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। কলেজের মনোরম পরিবেশ, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের এ ফলাফল অর্জিত হয়েছে। এ সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে।