ঝিনাইদহ সদর
ঝিনাইদহে আর্ন্তজাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফারি উপলক্ষে র্যালি

ঝিনাইদহের চোখঃ
‘সবার জন্য স্বাস্থ্য অর্জনে সোচ্চার’, নারীর অধিকার রক্ষায় মিডওয়াই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আর্ন্তজাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফারি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের আয়োজনে আজ রবিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় হাসপাতালের সেবা তত্বাবধায়ক কৃষ্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আয়ুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নার্সিং সুপার ভাইজার আরতী রানী, আফরোজা খানম স্মৃতি। এতে হাসপাতালের, চিকিৎসক ও সেবক-সেবিকারা অংশ নেয়।