ঝিনাইদহে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের চোখঃ
‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা’ এই শ্লোগানে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপি জেলা প্রশাসনের আয়োজনে শহরের ডা. কে আহম্মদ কমিউিনিটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুর নেছা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আক্তারুজ্জামান সহ ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সমাবেশে শিক্ষক-অভিভাবকগণ সচিবের নিটক তাদের স্কুলের নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। সেই সাথে কোমলমতি শিশুদের নিকট থেকে ডিজিটাল হাজিরার জন্য স্মার্ট কার্ড বাবদ ১৩৫টাকা করে নেওয়ার বিষয়ে আপত্তি জানান।
সচিব আকরাম-আল-হোসেন তার বক্তব্যে বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, শিক্ষক সংকট রয়েছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে প্রদক্ষেপ নিবেন। সেই সাথে ডিজিটাল হাজিরার জন্য স্মার্ট কার্ড করার বিষয়টি স্বচ্ছতার সাথে করার জন্য সব শ্রেনির অংশ গ্রহণে কমিটি করে কাজ করার নির্দেশ দেন।