ঝিনাইদহে অভিনব প্রতারণা, সবাই সাবধান

সাহিদুল ইসলাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার সোহেল স্টোরের মালিক নুরউদ্দিন নামে একজন ব্যক্তি তার কর্মচারীদের দ্বারা একই পণ্য বিভিন্ন মুল্যে বিভিন্ন দোকানে অধিক ফারাকে বিক্রয় করছেন।
যেমন ৭৫০ গ্রাম ওজনের ট্যাং যার প্রকৃত মুল্য ৪৯০ টাকা তাহা বিক্রয় করছেন ৫৩৫ টাকা দরে, আবার ১৫ শত গ্রামের ট্যাং যার মুল্য ৯০৬ টাকা হলেও উহা বিক্রয় করছেন ১০৮১ টাকায়। যে দোকানে যেমন ভাবে পারছে অর্ডার কাটছে।
৭ ই মে শহরের ট বাজার নামক স্হানে রাত প্রায় ৯ টার দিকে নুরউদ্দীনের একজন( এস আর) কে হাতে নাতে ধরে বাজারের দোকানদারেরা। এবং তাকে পুলিশের নিকট তুলে দেন, বাজারের উত্তম দত্তের মুদি দোকান থেকে।
মুদি দোকান ব্যবসায়ীর নেতা সমীর কুমার সরকার জানান একটি মাল ভিন্ন ভিন্ন দামে বিভিন্ন মুল্যে বিক্রয় করা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী। চলতি মাহে রমজান মাসকে সামনে রেখে বাজারকে অস্থির করার জন্য এক শ্রেণীর বিশেষ ব্যবসায়ী এই কাজ করছে। আমরা তাদের প্রতিরোধ করতে চাই। এসময়ে বিভিন্ন দোকানের ভিন্ন ভিন্ন মুল্যে অর্ডার কাটার ভাউচারও দোকানদারেরা দেখান।
উপস্থিত জনতার সামনে নুর উদ্দিনকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।