বঙ্গবন্ধু উলামা পরিষদের ঝিনাইদহ জেলা কমিটি অনুমোদন

ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু উলামা পররিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ঝিনাইদহ জেলা কমিটি অনুমোদ দিয়েছে। মাওলানা কাজি গোলাম মোস্তফা কে সভাপতি ও মাওলানা সোহরাব হোসেন কে সাধারন সম্পাদক করে ২১ জন বিশিষ্ট কমিটি ঘোষনাদেয় বঙ্গবন্ধু উলামা পরিষদ এর কেন্দ্রীয় কমিটি।
সভাপতি পদে নির্বাচিত করায় গোলাম মোস্তফা বলেন আমি বঙ্গবন্ধু উলামা পরিষধের কেন্দ্রীয় কমিটির সন্মানীত সভাপতি ও সাধারন সম্পাদক কে ঝিনাইদহ জেলার পক্ষথেকে অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে কৃতঙ্গতা প্রকাশ করছি। সেই সাথে ঝিনাদহ জেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মিদের কে আমাদেন নতুন কমিটিকে সহযোগীতা করার আহ্ববান করছি।
বঙ্গবন্ধু উলামা পরিষেদের ঝিনাইদহ জেলা কমিটির চার জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন। আনোয়ারুল আজিম আনার মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪, এ্যাডঃ শেখ আব্দুল্লাহ মিন্টু সাধারন সম্পাদক বার কাউন্সিল, এ্যাডঃ আশরাফুল আলম জোয়াদ্দার এ পি পি জজ কোর্ট ঝিনাইদহ, মাওলানা শিবলী নোমানী সহ সভাপতি যুবলীগ কালিগন্জ ঝিনাইদহ।