রাজনীতি– গুলজার হোসেন গরিব

ঝিনাইদহের চোখঃ
রাজনীতি সেটা রাজনীতি নয় যদি সে নীতি
এক ব্যক্তি এক গোত্র স্বার্থে হয়,
রাজনীতি হলো সবুজ প্রকৃতির এক বিশুদ্ধ বাতাস
যা বৈশ্বিক জীবে প্রাণ ভরে নিতে পারবে।
রাজনীতি; রাষ্ট্রনীতি-গোত্রনীতির উর্ধে বাস করে
প্রতি বছর নাগাদ এ নীতির জন্ম হয় না,
অনেক তর্ক-বিতর্ক,যুদ্ধ, রক্ত, লাশ,কাল পেরিয়ে
পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে রাজনীতির জন্ম হয়।
রাজনীতি অঙ্কুরিত হয় যুগ যুগ ধরে পোড় খাওয়া
এই পৃথিবীর জনজীবনের জমাট ব্যথা থেকে।
আর রাজনীতি জন্ম দেয় শ্রেয় পথ,সু-শৃঙ্খলা,
জনপদের বাঁচার স্বপ্ন,এগুবার বিশ্বাস।
কোনো নীতি জীবের সার্বজনীন কল্যাণকর
হলেই সে হয় প্রকৃত রাজনীতি,
রাজনীতি লালন পালন করতে হয় সর্বোত্তম
মানবিকতার আদর্শ দিয়ে।
চির কল্যাণকর চিন্তাধারাই একদিন রাজনীতি
হয়ে ওঠে বিশ্ব মানব সমাজে,
সুপরিকল্পনার মধ্যে রাজনীতি অঙ্কুরিত হওয়ার
সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
রাজনীতি সাধারণ নীতির মতন দ্রুত উত্থান পতন
হয় না,অনেক সময় লাগে উত্থান পতন হতে,
কারণ বৈশ্বিকসমষ্টিগতভাবে গ্রহণযোগ্য লাভ করে
সুদীপ্ত চোখেরমণি হতে হয় রাজনীতিকে।
বিশ্ব মানবতায় জীব ও জীবনের কল্যাণ ধারায়
রাজনীতি প্রবাহিত হোক অবিরত,
সকলের জ্ঞান-বিবেক হোক রাজনীতির পটভূমি
উজ্জ্বল হোক নিজে ও নিজের জন্মভূমি।