
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের বেতনীপাড়ায় ।
কালীগনজ থানা অফিসার ইনচার্জ ইউনুস আলী জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটবাগ মাদ্রার্সার দশম শ্রেণীর ছাত্রী (১৮) নিজ বাড়ী থেকে বের হন পাশের বাড়ীতে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এ সময় উপজেলার খালকুলা গ্রামের মৃত্য আব্দুর রব ছেলে আলামিন(২০)ও তার সহযোগী মিয়েটিকে তুলে নিয়ে মাঠের ভিতর রাতভর ধর্ষণ করে হাত পা বাধা অবস্থায় অচেতন করে ফেলে রেখে যায় ।
এলাকাবাসী আজ ভোরদিকে মেয়েটিকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন । ঘটনার সাথে জড়িত আলামিন আতœগোপনে আছেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।