ঝিনাইদহ সদর
ঝিনাইদহ সাংবাদিক কে এম সালেহ’র ব্যতিক্রমী উদ্যগ

সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে কর্মরত সংবাদপত্র বিক্রয়কর্মীদের মাঝে গেঞ্জি বিতরণ করলেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি কে এম সালেহ।
তিনি শুক্রবার পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে ২৫জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে গেঞ্জি তুলেদেন। সংবাদপত্র বিক্রয়কর্মীরা এই গেঞ্জি এবং ছাতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এই উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইত্তেফাকের হরিণাকুন্ডু প্রতিনিধি শাহানূর আলম, ডেইলি এশিয়ান এইজ এর প্রতিনিধি কাজী আলী আহম্মেদ লিকু, দৈনিক আমাদের অর্থনীতি ও প্রতিদিনের কথা প্রত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম, দেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কাজী মোহাম্মদ আলী পিকু প্রমূখ।
এর আগে তিনি তাদের মাঝে প্রচন্ড তাপদাহ এবং আসন্ন বর্ষাকাল উপলক্ষে ২৫টি ছাতা উপহার দিয়েছেন।