যৌথ পরিবার ভেঙ্গে যাওয়ায় শিশুরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত–ঝিনাইদহে পুলিশ সুপার

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
আজকের শিশু আগামী দিনে দেশ গড়ে তুলবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। সেই ব্যপারে মায়েদের সতর্ক থাকতে হবে।
আপনাদের কন্যা শিশুকে বোন নানী দাদি ছাড়া কোন নিকট আত্মীয় পুরুষের নিকট বাসায় রেখে আসবেন না। তাহলে তারা যৌন নিপীড়নের শিকার হতে পারে। শিশুদের প্রথম শিক্ষা পরিবার থেকেই হয়, তবে আজকাল যৌথ পরিবার ভেঙ্গে যাওয়ার কারনে শিশুরা অনেক নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের পরিবার থেকে নৈতিক শিক্ষা দিতে হবে। এই কথা গুলি বলেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
সোমবার সকাল ১০ টায় ঝিনাইদহ জেলা শিশু একাডেমীতে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত অভিবাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
বক্তব্য শেষে পুলিশ সুপার ৭৬ জন শিশুর হাতে খাতা পেন্সিল এবং ১৫ জন দুঃস্থ শিশুর জন্য ব্যাগ বিতরণ করে। তাহাছাড়া শিশু বিকাশ থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরুস্কার তুলে দেন।
এই সময়ে তার সাথে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা শিশু কর্মকর্তা মোঃ আয়ুব হোসেন। এছাড়া পুলিশ সুপার শিশু একাডেমীর লাইব্রেরী ঘুরে দেখেন।