অন্যান্য
শিশু হাসপাতালের বাথরুমে নবজাতক

ঝিনাইদহের চোখঃ
রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের বাথরুম থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।এরপর শিশু কন্যাটিকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক কিছুটা অসুস্থ হলেও জটিল কোনো সমস্যা নেই।
পুলিশ বলছে, নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, মঙ্গলবার দুপুরে শিশু হাসপাতালের কমন বাথরুমে এক নবজাতকে পরে থাকতে দেখেন রোগী ও দর্শনার্থীরা। তখন ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে তারা ঘটনা জানান। হাসপাতালের কর্মীরা নবজাতটিকে দ্রুত উদ্ধার করেন।
তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির বয়স আনুমানিক দুই-তিন দিন।