ঝিনাইদহে “বিজ্ঞান সভা” সংগঠনের আত্মপ্রকাশ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কাঞ্চন নগর পাড়ায় ১৭ মে বিজ্ঞানভিত্তিক, যুক্তিনির্ভর, বস্তুনিষ্ঠ, মানবিক, সাম্য, নৈতিক ও প্রগতিবাদী সমাজদর্শনের আদর্শিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজী ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সংহতি জানিয়ে সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক বি.সি বিশ্বাস, অধ্যাপক মিজানুর রহমান, আফরোজা সুলতানা সুফিয়া, আবু তোয়াব অপু, সুজন বিপ্লব ও আরিফুল ইসলাম মিটুল।
সভায় সর্বসম্মতিক্রমে কাজী ফারুক’কে আহ্বায়ক ও অধ্যাপক মিজানুর রহমান’কে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত বিজ্ঞান সভা’র কার্যনির্বাহী কমিটি যথাক্রমিক-
আহ্বায়ক: কাজী ফারুক
যুগ্ম আহ্বায়ক:১। প্রাক্তন অধ্যক্ষ আলী আকবর
যুগ্ম আহ্বায়ক:২।
সদস্য সচিব: অধ্যাপক মিজানুর রহমান
সদস্য: ১।আফরোজা সুলতানা সুফিয়া
সদস্য:২।আবু তোয়াব অপু
সদস্য:৩। সুজন বিপ্লব
সদস্য:৪।আরিফুল ইসলাম
সদস্য:৫।
সভায় করণীয় নির্ধারণ, সাংগঠনিক কর্মকৌশলসহ নির্বাহী কমিটির শূণ্য পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।