ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর

আল আমিন শেখ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ঘটছে একের পর এক চুরির ঘটনা। কিছুতেই রোধ করা যাচ্ছে না এ চুরি। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ডের দোকানের টিন কেটে চুরি করে ৭টি মোবাইল, ৮৫পিস মেমোরীসহ নগদ ৯০হাজার টাকা।
সম্প্রতি লাগানো ৩টি সিসি ক্যামারা, চোরেরা ঘরে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে ফেলে, তাদের অজান্তে থেকে যায় ১টি সিসি ক্যামেরা, দেখা মেলে চোরকে দীর্ঘ ১ ঘন্টা চুরির অভিযানের প্রায় সবটুকুই দেখা মেলে চোরকে।
দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানায়, চোরকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।