ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ফেন্সিডিল বিক্রেতা আটক

এম, এ জলিল,ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে একশত বতল ফেন্সিডিল সহ নাজমুল(৩৪) নামের এক মাদক ব্যাবসায়ী আটক ।
ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন মো:মহাসিন জানান, গোপন সংবাদরে ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে বুধবার সকাল ৭টা ৩০ মিনিটের সময় শহরের মুজিব চত্তরে চেকপোস্ট বসিয়ে, মেহেরপুর টু বরিশাল গামী আলসানি পরিবহন থেকে একশত বোতল ফেন্সিডিল সহ নাজমুল(৩৪) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয় ।
আটককৃত নাজমুল(৩৪) মেহেরপুর জেলার মুজিব নগর উপজেলার মোনাখালী গ্রামের আবু তালেবের ছেলে ।