ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহ হাসপাতালে শিশু ওয়ার্ডে ৮জনের বিপরীতে ৬০ জন

ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
শিশু ওয়ার্ডের বেডের সংখ্যা মাত্র ৮টি। এই ৮ টি বেডের বিপরীতে প্রতিদিন প্রায় ৬০ জন শিশু রোগি ভর্তি থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক শিশু রোগি নোংরা পরিবেশে মেঝেতেই শুয়ে আছে। শিশুদের খাবার খাওয়ানো হচ্ছে মেঝের নোংরা পরিবেশের মধ্যেই। পাশ দিয়েই জুতো পায়ে হাটা চলা করছেন অসংখ্য মানুষ। এতে করে চিকিৎসা নিতে আসা শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুকি রয়েছে।
এক শিশুর অভিভাবকের সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, “এতো বড় একটি হাসপাতালে শিশুদের চিকিৎসা ব্যবস্থার এরোকম দূর অবস্থা জানলে তিনি তার সন্তানকে কখনোই সদর হাসপাতালে ভর্তি করতেন না।
তিনি বলেন ডাক্তার তাদের ৭দিন থাকতে বললেও তারা আজই চলে যাচ্ছেন এবং বাহিরে অন্যত্র ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে যাবেন বলে তিনি জানান।