ঝিনাইদহে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের পাগলা কানাই একাডেমী ও স্বপ্নতরু পরিবারের আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার শহরের প্যারাডাইস প্রি ক্যাডেট স্কুল মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি কাজী মোহাম্মদ আলী পিকুর সভাপতিত্বে এবং তারেক হোসেন পল্লব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাংবাদিক কে এম সালেহ, কাজী আলী আহম্মেদ লিকু, সুলতান আল একরাম, শাহানূর আলম, ওয়ার্ড কমিশনার বসির আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক কর্মী সুমন সিকদার, কৌতুক অভিনেতা হুমায়ন কবির টুকু, মাক্রবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মাজেদ, ইমরান প্রমুখ।
প্রধান অতিথি প্রায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।